(১৯৭১এর শহীদ বুদ্ধিজীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য)
      
নগরের প্রান্তিকে
এই পথে আমি হেঁটেছি, হেঁটেছি বহুবার
ক্ষণিক দাঁড়ায়ে শুনেছি
ভাঙ্গা ইটের স্তুপে আত্মার চিৎকার
কানের ভিতর গরম সিসার মতন ভয়ঙ্কর
যন্ত্রণার চিৎকার!
নরপিশাচ মুজাহিদগংদের ঝুলানো হলে
ফাঁসির রশিতে
থেমে গেছে সেই সব আত্মাদের চিৎকার
অবারিত শান্তি এসেছে নেমে বাঙলার মাটিতে!