গতকাল ২২/৬/২০১৮ বিকেলে বাঙলা কবিতা ডট কমের মাসিক কবিতার আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা পেলাম মহৎপ্রাণ মাটির গন্ধ মাখা সুপ্রিয় সব্যসাচি কবি খলিলুর রহমান সাহেবের যিনি আসর কবি হিসেবে মাতিয়ে রাখলেন অনেক কবিতা আবৃত্তির ভিতর দিয়ে। তাঁর বন্ধুদের আগমনে আসর হয়ে উঠল প্রাণবন্ত! আসর কবিদের আবৃত্তির ভিতর দিয়ে কেটে গেল সময় ঘোরের মাঝে; চেনাজনা হল অনেক কবি বন্ধু আর তাঁদের স্বজনদের সাথে। সারাটাক্ষণ পাশে থেকে আমায় জড়িয়ে রাখল কবি জে আর এ্যাগ্নেস তাঁর অমিয় মমতায়! সে কী কভু ভুলিবার!
নন্দিত কবি রুনা লায়লার সভাপতিত্ব আর কবি কবীর হুমায়ূনের মনকাড়া সঞ্চালানায় বিমোহিত! শুরু থেকে মুগ্ধ চোখে দেখেছি অভিজাত কবি অনিরুদ্ধ বুলবুলের নিখুঁত কর্ম তত্পরতা কেননা আমি পৌঁছেছিলাম সেখানে ২টার পরে।


প্রশ্ন থেকে গেল অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে কবিতার আসর আর সব শেষে মহা ভোজের আয়োজন এ কার অবদান???