হ্যালো, হ্যালো রূপা, হ্যালো...
‘দিলেতো মজার ঘুম ভেঙ্গে
বল কি হয়েছে’-
শোনো, কাল সকালে লাল শাড়িটা পরে
চলে এসো বই মেলায়
অমরাবতী বই স্টলে তোমার জন্য
অপেক্ষা করব হলুদ পাঞ্জাবি পরে
‘কেন বই মেলায় কেন’
ওখানেই সমর্পণ করব আমাকে তোমার কাছে
কবি সোমালীনিরঝরার প্রেমের কবিতার
বই সাথে লাল গোলাপ দিয়ে
‘তুমি পাগল হয়েছ, এতো মানুষের
ভিড়ে তুমি আমাকে...’
হ্যাঁ,আগুনঝরা ফাগুনে
তোমাকে প্রথম বার বলব
আমি তোমাকে ভালোবাসি রূপা
খাঁটি বাঙলা ভাষায়
একুশের বই মেলায়!
‘ইস তোমার কী পাগলামী!’
একটুও পাগলামী নয়
ভাষা শহীদের স্মরণে একুশে বই মেলা
তাঁদেরকে স্মরণ করে আমাদের প্রথম
উচ্চারণ আমি তোমাকে ভালোবাসি!
ভালোবাসা দিবসের ভালোবাসা...