ওহে মালিনী,তুই কোথায় গিয়েছিস
আয় ছুটে আয় ত্বরা করে
কুড়িয়ে সব ফুলের কলি
ফোটাবি তোর বুকের ওমে
গাঁথবি মালা চোখের নীরে
ভাজবি গলে গানের কলি!


এমাস নয় চুপটি করে বসে থাকার
উড়ায়ে আঁচল ছুটবি সারা জমিন
কুড়াবি ফুল বাঁধবি তোড়া
রাখবি গিয়ে শহীদ স্মৃতির বেদীমূলে;


তবেই হবে রে তোর সার্থক জনম
পূন্যভূমি বঙ্গজননীর কোলে!