চাঁদের হাটে বসছে মেলা
হবে চাঁদের বিকিকিনি!
যেতে তো নেই-কো মানা
আমিও যাব সেথায়
চাঁদ কিনি বা না কিনি।
এমন অবাক কাণ্ড হরহামেসা হয়!
উজবুক আমি গেলাম সেথায়
চোখ জুড়ানো মেলায়!
হরেকরকম চন্দ্রমুখী বসা চাঁদনির নীচে
তরুণ, যুবক, প্রবীণ ক্রেতার নাই অভাব
মোহরের জোড় যার যত বেশি সে কিনে সেরাটা।
দূরের কোণায় লালগোলাপী চন্দ্রমুখী বসা একা
বেশ ভীরু জবুথবু ভিড়ভাট্টা নেই
ধীরপায়ে গেলাম সেথা বুকে সাহস নিয়ে
বললাম- তরুণী তোমায় আমি নিতে চাই
পকেট আমার গড়েরমাঠ কানাকড়িও নাই।
কহিল তরুণী -‘কিনতে আমায় লাগবে লক্ষ মোহর’,
কহিলাম আমি – মস্তবড় হৃদয় আছে এক আমার
তুমি যদি রাজী হও উহার বিনিময়
তা’হলে নিতে পারি আমি তোমায়।
ফিক করে হেসে কহিল তরুণী-
‘কেনার আগে ভালোকরে দেখে নাও আমায়’
বলেই হ্যাচকাটানে খুলেনিল মুখোশটা হাতে।
বুকটা আমার উঠল আঁতকে
এ্যাসিডে পোড়া মুখটা দেখে!
তার অক্ষত কাজল চোখে রাখিলাম চোখ
তারপর শক্ত হাতে ধরিলাম তার হাত
মুখোশটা ছুড়ে ফেলে টেনে নিলাম বুকে
ফিসফিস করে কহিলাম-
যাবে মোর সাথে শুধু ভালোবাসার বিনিময়;
তরুণীর কয়েক ফোটা তপ্ত অশ্রু
গড়িয়ে পড়লো কাঁধে আমার!