কবিতা সুন্দরী তোমার জগৎ থেকে
নিজেকে গুটায়ে নিতে হলো...


অবোধ কতেক হরিণী শাবক রেখে গেলাম  
জননী অরণ্যানীর বুকে


খুব কী কষ্ট অনুভূত হয়
জানি না জানি না...


প্রকৃতির আদর-সোহাগে
ঔজ্জ্বল্য ছড়াবে হয়তো বা চিত্রাণীর মত


আবার যদি দেখা হয় আঁধার রাতে
পরম আদরে টেনে নিয়ো বুকে


কালির দোয়াত রেখেছি যতনে
খুপরির কোণে...


কঠিন সময় পার করে যেতে হয়
ভয়ঙ্কর স্তব্ধতায়...


তোমার নরম কোলে মাথা
রাখার জন্য জন্মেনি এ ধরায়...