আমি আবার একশ বছর আগে ফিরে যেতে চাই ;
তুমি আর এসোনাকো এই বাঙলায় খুব কষ্ট পাবে !
তোমার রূপসী বাঙলার সব রূপ ঝরে গেছে ;
ধানসিড়ি নদীটিও মরে গেছে !
কিশোরীর রাঙাপায় ঘুঙুর বাজিবেনা আর
দেখিবে তারে পড়ে আছে লাশ কাটা ঘরে !
তোমার সেই উঠান টুকু হারিয়ে গেছে ;
খৈ ছিটানোর তরে কেহ নাই এই বাঙলায় !
কুপি জ্বেলে জ্বেলে হৃদয়ের সব রস ঢেলেছ
যাদের জন্য ওরা চিনে নাই বুঝেনি তোমায় !
ওরা সব অকৃতজ্ঞ মূঢ় মূর্খ ! দেখিবে এখন -
হরিণীর পিছু বাঘ নয় মানুষ ছুটছে কামনায় ;
তোমার সুন্দরবনটাও আজ ওরা খেয়ে ফেলতে চায় !
তুমি আর এসোনাকো এই বাঙলায়  ...... !
সে দিনও দ্বাদশীর চাঁদ ছিল আকাশে বড় বিপণ্ণ বিস্ময়ে ....... ,
মিহি কুয়াশায় ঢাকা ছিল চরাচর যেন তোমার কবিতা ;
ছিলনা কেবল নাটোরের বনলতা সেন ,
সেই দিন তিনি এক বুক কষ্ট নিয়ে কোথায় ছিলেন (?) !!