চল, হারিয়ে যাই দুর্গন্ধময় তপ্ত নগর ছেড়ে
নীল সমুদ্রের ওপারে
ছোট্ট কোনো নির্জন দ্বীপে
যেখানে ঘাসফুলে প্রজাপতিরা বসে আর ওড়ে!
নীলের কিনার ছুঁয়ে
সবুজ ঘাসেরা দোলে বিমল বাতাসে
নরম আলোর পরশে পরশে
নারকেল বীথির ফাঁকে ফাঁকে!
গাঙচিল বসে না এখানে
শ্যামা দোয়েলেরাও কাঁদে না
বেশ নিরিবিলি,
মৌটুসি রাখে ঠোঁট দু'একটা ঘাসফুলে!
নীল জলে সূর্য ডুবে গেলে
সন্ধ্যা তারার দেখামিলে
জোনাকিরা ব্যস্ত তখন
নারকেল বীথি সাজাতে আলোকসজ্জায়!
স্বপ্নের এমন ভূমে
কেটে যাক জীবনের বাকিটা সময়!