অজন্তার গুহায় দেখেছি তোমায়
কত শতবার , এখনো মিটেনি সাধ
তোমাকে দেখিবার ! পাথরে খোদাই
চোখ দু’টো ছুঁয়েছি বহুবার ,
যোগীর মতন চোখের ভিতরে
রেখে চোখ বুঝতে চেয়েছি কতোদিন
কানা বকের মতন ! কুয়াশার জাল
ছিঁড়ে আলোর সন্ধানে বার বার
বয়ে এনেছি কঠিন গ্লানি ভর্ৎসনা ,
ন্যুব্জ হয়ে পড়েছি উহাদের ভারে !
ভেনিসের মোনালিসার চেয়েও দুর্বোধ্য তুমি ,
মহাকাশের কৃষ্ণ গহ্বর দিয়েছে ধরা ; তবু তুমি নও !