কনকনে হিম হাওয়ার রাতে
এই পৌষে তুমি কি শুনতে চাও
কৃষকের পালাগান
কিংবা দেখতে চাও কি
ঢেকির’পরে কৃষাণীর নাচন?
যেখানে অগ্রহায়ণে
মেঘবালিকারা কেঁদে যায়
সেখানে তোমার এমন চাওয়া
খুব বেশি অলীক বাসনা
হয়ে ধরা দেয় এই বাঙলায়!