রাতটা ছিল অনেক বেশি মোহনীয়!
নির্মেঘ নীল আকাশ, রুপালী চাঁদের
অঢেল জোছনা ভরা সারা মাঠ ঘাট
ঘুম ভেঙ্গে বেড়িয়ে এলাম পুকুর পাড়ে
হাসনুহেনা ঝোপের কাছে আসতেই
ঝোপের আড়াল থেকে হেনা বেড়িয়ে আসল।
ফিক করে হেসে আমার একটা হাত ধরে
বলল- ‘চল আজ সারাটা রাত আমরা ছুটব
সারাটা মাঠ, বনবাদারে চাঁদের আলো জোছনা
মেখে নিতে আমাদের শরীরে শরীরে
দেহের প্রতিটি অঙ্গে অঙ্গে কোণায় কোণায়;
তুই আমাকে ছুঁইয়ে দিলে আমি হয়ে যাব তোর’!
আমরা ছুটছি আর ছুটছি মাঠের পর মাঠ অমিত উচ্ছ্বাসে
বাগানের গাছেদের ফাঁকে ফাঁকে এঁকে বেঁকে
একটা সময় ওকে ছুঁয়ে ফেললাম।
আমাদের হৃদয় জুড়ে অবারিত পুলকের ঢেউ
রাতের আঁধারে অঢেল জোছনার মতন...!
আমরা তখন ভীষণ ক্লান্ত হয়ে
ঝুঁকে পড়া আম গাছের নীচে শুয়ে পড়ি।
আম গাছ জুড়ে থাকা অর্কিডেরা
হো হো হো করে হেসে উঠল......
আমরা চোখে চোখ রেখে মুচকি হাসলাম......