ফেব্রুয়ারী মাসের শুরুতে ছটফটে মনটা নীরবে
হেঁটে যায় শিমুল তলায়
দূর্বাঘাসে শিশির বিন্দু দুপায়ে মাড়ায়ে।
মাঘের হিমেল হাওয়া ঢুকে পড়ে লাল জ্যাকেটের ভেতর
হাড় ছুঁয়ে যায় সুঁয়ের গুঁতোয়ে!
কোকিলার সাথে দেখা হ'তে বললাম
একবার সেই গানটা... শোনাবি!
' শোনাব; তার আগে কালাকাউয়া গুলো তাড়া'
ক্যান? ক্যান? ক্যান?
' তুই বুঝবি না, যা বলছি তাই কর!'
যাহ! এই নে কাকতাড়ুয়া বসিয়ে দিলাম।
এইবার গান শোনা!
' অপেক্ষা কর! তোগো এতো ছটফটানি ক্যান রে;
পৌঁছে নেই ফাগুনের দুয়ারে!