মধ্য আকাশ থেকে একটা তারা
ভর স্থিতি উপেক্ষা করে
ছুটে গেল পশ্চিম আকাশে
আকারে বড় হয়ে ছড়ালো উজ্জ্বল দীপ্তি ,
চাঁদও তার ঔজ্জ্বল্য বাড়িয়ে নিল কয়েক গুন ;
রাতের আকাশ ঔজ্জ্বল্যের প্রতিযোগিতায় আলোকময় !
আমি অভিলাষ হীন , শুধু ক্যামেরা দু’টোর সাটার খোলা
পায়ের নীচে নরম ঘাসকে অনুভব করে নিয়ে
ফিরে গেলাম নির্জন গৃহ কোণে পাতা বিছানায় ;
জানালার ফাঁক গলে রোদ এসে একবার
দেখে যায় ঘুমন্ত মুখ
কবেকার এ ঘুমন্ত মুখ রোদেরও বিস্ময় !