চরে চরে বসেছে অতিথী পাখিদের মেলা
জলকেলি শেষে ঠোঁটে ধরে মাছ খরশুলা।
সন্ধ্যা নেমে এলে খুঁজে নিয়ে নিভৃত নিবিড়
নদীতীরে কাশবনে বাঁধে সুখ ভরা নীড়।
কেড়ে নিয়ো- নাকো ভাই ওদের জীবন
শান্তিতে থাকতে দাও ভরে চরের ভূবন।
গোধূলিবেলায় শীতল নদীর চরে চরে
মধুর কাকলী মুখর পাখিরা ওড়াউড়ি করে।
মুগ্ধ চোখে দেখি মনোহর আহা কী অমিত সুন্দর
পাখিরা যেতেছে ফিরে নীড়ে ফেলে নদী চর!