কী অপরূপ রূপে সাজিল ধরণী
শারদীয় উৎসবে মাতিল যেন আজি !
ভাসিল তরণী নব রঙে নিস্তুরঙ্গ জলে ;
মাঝি শক্ত হাতে ধরেছে হাল
হরষিত কন্ঠে ভাটিয়ালী গান
জুড়ালো কী তার প্রাণ ?
উচ্ছ্বসিত মাল্লা মাস্তুলে টেনেদিল
রঙিন পাল , ছুটিছে তরণী বেগে
ভিড়িবে কোন ঘাটে জানে কী সে তা ?
জানার প্রয়োজন কোথায় ...
সাদা সাদা কাশফুল ভরা
নদীর কিনার ,আজি হিল্লোলিত প্রাণ !