প্রয়োজন ছিল কী এই সবের -
আকাশ মাটিকে ভালোবেসে
পৃথিবীতে নেমে আসার ?
ভুল করে এসেছি অথবা
এসে যে করেছি ভুল
বুঝেছি তা ঢের পরে !                
সেখানে বাগান ছিল
                  দ্রাক্ষা ফলের ,
ক্ষেতে ক্ষেতে ঠাসা ছিল
                    সোনালী ফসল ;
সেখানে উদ্দ্যান ছিল
                     বিচিত্র ফুলের ,
প্রাণের প্রাচুর্য ছিল
                     আবেগ আপ্লুত !
চির হরিত ক্ষেত্র ছাড়ি আসিলাম
মহা মূঢ় মূর্খ আমি
অসার অবনী’পরে পিয়াইতে
জীবনের হলাহল !