ইচ্ছে করে শিশির ভেজা দুর্বা ঘাসের
লম্বা মাঠে পায়ে হেঁটে যাই!
ইচ্ছে করে রোপা ধানের আল-পথ ধরে
হাঁটতে থাকি সারা জীবন!
ইচ্ছে করে হাওরের ভরা জলে ডুবে
মাছের সাথে কথা বলি, অনেক কথা!
ইচ্ছে করে ভাদরেরে চাঁদনি রাতে
বিলের জলে ভাসাই ডিঙ্গা!
ইচ্ছে করে তুমুল বৃষ্টিতে ভিজে একশা হতে
চিংড়িমাছের চোখের সাথে!
ইচ্ছে করে উঠানে ভাতশালিখের
পায়ে পা জড়ানো কিচিরমিচির শুনতে!
ইচ্ছে করে ভোরের নরম আলোর কিনার ছুঁয়ে
হাওয়ার মাঝে ডানা মেলে দিতে!
ইচ্ছে করে ঝুড়িনামা বট-বৃক্ষের ছায়া তলে
মাথা রেখে রমণীর নরম কোলে
বোশেখের মেঘলা আকাশ দেখে নিতে!
ইচ্ছেদের মৃত্যু নাই, সময়ের মৃত্যু আছে!
ইচ্ছে ডানায় ভর দিয়ে হারিয়ে যাই
আকাশের পর আকাশে.........