জীবন আমাদের বড় যান্ত্রিকতায় ভরে গেছে ;
বিপণীতে সাজানো পুষ্পের মত সজীবতাহীন ,
সময়ের কাছে বন্দী জীবন আমাদের এখন !
ক্ষুধার অন্ন যোগাতে প্রিয়ার চেনা মুখ
রাতের আঁধারে ডুবে যেতে যেতে প্রতিদিন হয়েগেছে
অতিদূর পরম স্বজনের মত বড় অচেনা !
ভোরের আলো ফোটার আগে আমরা মুখোমুখি হই
কিছু যান্ত্রিক মানুষের , সময়ের দৌড় পাললায়
পরস্পর কুশল বিনিময় টুকুও হয়না কভু !
বিগলিত সময়ের প্রবাহে জীবন আমাদের
বিবর্ণ ঘাসের মত অনুভূতির রঙহীন শাদা ;
সমেয়র কাছে বন্দী জীবন আমাদের এখন !
তবুও জীবন বাঁচিয়া থাকে জীবনেরই তরে
প্রাণের আকাঙ্খায় মরু স্বপ্নে বিস্ময়ের ঘোরে !