আমাদের খুব বেশি প্রয়োজন ছিল কি
তবুও আকাশ ভেঙ্গে নেমে এলো ঢল
খুব বেশি অসময়;
সোনার ফসল, আহা! সোনার ফসল
পচে গেলো হাওরের তল
জলজ প্রাণীর জীবন বিকল;
আহা! সোনার ফসলের আশায়
বুক বাঁধা মানুষের জীবন অচল!


স্রষ্টার লীলাখেলা বুঝা খুব ভার
বাঁচাতে হাওরের পরিবেশ
নাশিতে দুর্গন্ধ আজ তাই
আকাশ কাঁদিছে কী অঝোর!