কমলকরপুটে কুর্নিশ করি
তোমায় হে, মহাজ্ঞানী মহাজন
তব এ নন্দন কানন ধরিত্রী মাঝে
মম কী পরিচয় জানিনা তাহা ,
অতি নগন্য জীব এর অধিক কী ?
যে কর্মসাধনে পাঠায়েছ হেথা
করিতে পারিনা তাহা
যথা হেতু তব বিধান ?


সময়কে উপেক্ষা করে
বসে থাকি সময়ের প্রতীক্ষায়
গহীন অন্ধকারে
অদ্ভুত প্রতারনা
যে ক্যাবল করে যায় ক্ষয়
মূঢ় মূর্খ সম
তাহার তরে কি থাকে
এ ধরায় ?


কর্তব্যে অবহেলা করি
করি সময় ক্ষেপণ
নিয়তির হাতে ছেড়ে দিয়ে
সব দায় যায় কি বিধান লঙ্ঘন ;
অমীমাংসিত প্রশ্ন ?
বিভ্রমে ঘূর্ণিত সুস্পষ্ট ।
জীবন প্রার্থিত নয়
জীবন অর্পিত !