হিম মৃত্যুর মত এই জীবন !
আশা হীন উদ্যম উদ্দিপনা হীন ;
নেই কোনো নির্বোধ উন্মাদনা
বিবর্ণ এক নির্লিপ্ততায় ভরা
এ জীবন মৃত্যুর মতন স্থবির !


একদিন এই নীল দুই চোখে
খেলা করত ফাগুনের উল্লাস
ভোরের নীরব মূর্খ উচ্ছ্বাসে !
অজস্র অপার বিপণ্ণ বিস্ময় –
সেই চোখ আজ মৃত মিনকন্যাদের
মত স্থির দূর আকাশের কোণে !


এক জোড়া রাজহংস রাজহংসী
নরম সবুজ কচি ঘাসের ডগা
ধারালো চঞ্চুতে ছুঁয়ে ছুঁয়ে যায় ;
জামের নিবিড় ছায় বসে দেখি
প্রতিদিন ধূসর মেঘের ফাঁকে
উঁকি দিলে ম্লান সূর্য
পাড়াগা’র লাজরাঙা বধুটির মত ;
ওরা পিটপিটে চোখে চায় আকাশের পানে ,
উল্লাসে উড়ে যায় দীঘির জলে !


স্ফটিকের মত নীল স্বচ্ছ জলের ভিতর
এক মহা উচ্ছ্বাসে উতরোলে
খুঁজিয়া পায় কী উহাদের জীবনের
সব স্বাদ আহ্লাদ ?