ওহে জন্ম ! জন্ম আমার আজন্ম পাপ
তাই জন্মেছি আমি পৃথিবীর পথে
জীবের শ্রেষ্ট জীব মানব সন্তান !
বিশাল আকাশ সূর্য মহাআকাশ
পৃথিবী মাটি বিশাল সিন্ধু জলরাশি
উহাদের মাঝে খুঁজিয়া পাই আমারে
আমি স্রষ্টার সৃষ্টি বিন্দুসম প্রাণ ;
কীটের মতন যে কেবলই দলিত হয়
মথিত হয় জীবনের প্রাণের জন্য !
বাঁচিবার তরে আহা পৃথিবীর পথে
আলো ও আঁধারে কেবলি নিজেরে
মনে হয় এক ঘৃন্যতম প্রাণীসম !


লভিয়া জনম ধরিত্রির কোলে
করিয়াছি কী যে ভুল জানিলাম ধীরে !
দিনরাত পৃথিবীর পথে হেঁটে হেঁটে
উহারই দান শস্যদানা গিলে গিলে
বেশ বুঝিলাম চিনিলাম ঢের পরে
আমারে আমি , অন্ধকার কানা গলিতে
দেখিলাম চেয়ে পড়ে আছি আমি একা
পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হয়ে !