একসময় মাছিরা বসে থাকত আমের ছিলকায়
এখন আর তাদের দেখা পাওয়া যায় না;
বাহারি আমের রসালো শরীরে
কী ভাবে দাঁত বসাই!


তেঁতুলে মোটেও মোহ নাই
তবুও দেখলে জিভে জল আসে!


নিজেকে জড়াতে চাই না কাঁটাবনে
ঘুঘুছানা ছোঁয়ার নেশায়...


মিহি কুয়াশার আড়ালে রমণীর মুখ
দেখে ব্যথিত হৃদয়...


বিঃ দ্রঃ কবিতাটি পুনঃ সম্পাদনা করা হলো।