তুমিতো এমনটা ছিলেনা কখোনো
এতোটা বদলে গেছো এই দু’প্রহরে
আকাশের কালো মেঘের মতন
গোমড়া মুখ নিয়ে ফিরে এলে !
কী এতো কষ্ট তোমার ফুলপরী ?
তোমার সাজানো বাগানের
পুষ্পকলিরা মুখিয়ে ছিল
তোমার কোমল হাতের পরশে
প্রাণবন্ত হয়ে উঠবে বলে !
আহা ! কী নিদারুন কষ্ট উহাদের !
হে প্রিয়া , ভুল বুঝনা ;
তোমার সাজানো বাগানে নেই কোনো
চোরকাঁটা যা তোমার পায়ে বিঁধবে ,
হবেনা কোনোও রক্তক্ষরণ !
নিরাপদ ভূমে স্বচ্ছন্দে করো বিচরণ ;
তানপুরাটায় হাত রাখ আগের মতন !