আমি একটা কবিতাকে খুঁজছিলাম
কেউ বলেনি সে লুকিয়ে তোমার বুকের ভেতর
শীতের রাতে ওম খুঁজতে খুঁজতে
দেখলাম তোমাকে......!
তুমি একটা আস্ত কবিতা,
আমি এখন আর কবিতাকে খুঁজি না


শীতের কাঁথা গুটিয়ে সোজা চলে যাই
হলুদ সরষে ক্ষেতে
মৌমাছির গুঞ্জন শুনতে শুনতে
দেখি অনুস্কা শঙ্করের আঙ্গুল খেলা করে সেতারে!


আমার দুচোখ ভরা
সকালের সূর্যের উল্লাস......