একা একা হাঁটতেছি অদ্ভুত অন্ধকারে
রক্ত ভেজা ঘাসের জমিন
পোড়া কলিজার ঘ্রাণ ঝিঁঝিঁ সুরে
সাদা কালো মেঘের যন্ত্রনায়
পথ বেঁকে যায়!
তোমার চাঁদ মুখ দেখেছিলাম একদিন
শ্বেত কপোতের ঠোঁটে
শান্তির নীর ঝরেছিল তোমার চোখে!
পবিত্র প্রেম হাঙ্গর এর মুখে!
শকুনী ছোবলে মরে গেছে
সব প্রেম ভালোবাসা!
গিরগিটি চোখে ভাসে
তোমার অন্ধ শরীর!
সু চি তুমি এতোটা বদলে যেতে পারো!!!!
আকাশে ভাসে এখন কলঙ্কিত চাঁদ.........