মিঠেকড়া রোদে বসেছিলাম
তুমি আমি দু’জনে পুকুরের কিনারে
মিহি ঘাসের চাদরে
কোনো এক হেমন্ত সকালে।
অদূরে কয়েকটা চড়ুই
ঠোঁটে খুঁটে নিচ্ছিল সোনালী ধান।
আমার একটা হাতে ধরা কবিতার বই
অন্য হাতটা ছিল তোমার চুলে;
তোমার মাথা রেখে আমার কোলে
বিড়ালের মত তুমি ওম নিচ্ছিলে!
নরম হাতে বইটি সরিয়ে
মিষ্টি আদুরে গলায় বললে-
'না রেখে চোখ কবিতার পাতায়
রেখে চোখ আমার কাজল চোখে
পড়ে নাও হৃদয়ের ছন্দ কথা'!
তার পর অনেক হেমন্ত
চুপিসারি হয়ে গেছে পার
তুমি আস নাই কোন দিন আর!
কালের চাকায় ঘুরে
হেমন্ত এসেছে আবার!
তুমি আসবে না কোনো দিন আর
জেনে নিয়ে ঢের
আজকের এই হেমন্ত দিনে
বসে নির্জন গৃহ কোণে
রাখি চোখ পাতায় কবিতার
শুধু নেই সেই ওমটুকু আর!