যেই চিল ডানা মেলে ফিরে যায়
মরা গাঙেরপানে তাকায়ে একবার
করুণ স্বরে কাঁদে আকাশে আকাশে
নেমে আসেনাকো আর পৃথিবীর’পর !
যেই দু’টি চোখ গেঁথে ছিল
বুকের মাঝে কোনও এক-সময়
মুছে নিয়েছে সে ভুল বুঝে ,
শকুনের মত আজও খুঁজি সেই চোখ ;
হলুদ ঘাসের বুকে কেবল শিশির ঝরে !
বুঝেনাকো সেই পাথর হৃদয়
কী ছায়া সে রেখে গেছে
কোনো এক মানব হৃদয়ে ,
সে কী অবুঝ (?) তাহাও নয়
তবে কেনো এমন হৃদয়হীনা হয় ;
চাঁদের আকাশ দেখেনি সে কোনোদিন
জোনাকি ও নয়
কী তাহার এতো ভয়
না কী চড়ুই পাখির মত হৃদয় তাহার !