এবার লালসালুটা গুটিয়ে ফেলো,
ঢের তো বানিজ্য করলে
মূর্খদের স্বর্গে নেয়ার বানিজ্য ;
চতুর বেনিয়াবটে !


লালসালুর জায়গায় বরং
কিছু সবুজ ঘাস জন্মাতে দাও
কিংবা নোনাআতা আর
কাঠাল গাছ রোপণ কর ।
ফলজ কিংবা সবুজ বৃক্ষ
তোমাদের লালসালু বানিজ্যের
চেয়ে ঢের বেশি প্রয়োজন
পৃথিবীর জন্য !


পৃথিবীর হাটবাজারের লেনাদেনা
শেষ করে যেই জন চলে যায়
তাঁর আর কিছু দেয়ার থাকেনা ;
হে মূঢ় মূর্খ , কল্কিতে টান মেরে
বাবা বাবা বলে যত চিৎকার কর
আর সমাধিতে মাথা ঠুকো
কিচ্ছু পাবেনা , না কোনও ধন রত্ন
না স্বর্গের ছাড়পত্র ।


তোমাদের মূর্খতায় শয়তান উল্লাসিত হয়ে
বাজায় ডুগডুগি
আর তোমরা দম মেরে নেচে নেচে
সুর তোলো দে রে বাবা দে !