আমাদের ফসিল দিয়ে আমাদেরকে
করতে চাও ধ্বংস বিনিময় বিদ্যুৎ
বাহ বেশ চমৎকার !
তোমরা ভীষণ অকৃতজ্ঞ নির্বোধ মূর্খ
তোমরা সত্যজ্ঞান বিবর্জিত ।
তোমরা হয়তো জানোনা
জীবের প্রাণ শক্তি সৃষ্টিতে সর্বজীব ব্যর্থ
শুধু আমরা সবুজ বৃক্ষ ছাড়া ।
হে মূঢ় মূর্খেরদল জেনে রাখ –
আমরা সবুজ বৃক্ষই কেবল প্রকৃতিরবলে
সৃষ্টি করতে পারি সর্ব জীবের প্রাণ শক্তি
স্রষ্টার সুক্ষ্ম কৌশলে ।
ধরণীর সব প্রাণীকুল প্রাণ শক্তির প্রয়োজনে
ভক্ষণ করে তরুলতা ঘাসপাতা শস্যদানা
ফুল ফল মূল এমনকি কান্ড শাখা ।
জ্ঞানের ঘাটতি থাকলে পাঠ কর জীবরসায়ন
উদ্ভিদ বিজ্ঞান প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞান ।
আমাদেরও প্রাণ আছে জানো কী তা ?
হে প্রিয় মানুষ , আলোর প্রয়োজন মিটাতে
বিকল্প পথ দেখ
আমাদের অস্তিত্ব সর্ব জীবের অস্তিত্ব
এই মহা সত্য মেনে ।
আলোর স্তম্ভের নীচে দাঁড়ায়ে দেখ
আলোর নেশায় মরে পড়ে আছে কতো প্রাণ !
তোমরা বিশ্ব পরিবেশ দিবস পালন কর
জতিসংঘে সভা সেমিনার কর
কী চমৎকার !
আমাদের জাতগুষ্ঠি লতাগুল্ম
লজ্জাবতীর কাছ থেকে শিখে নাও
লজ্জা বোধ !!