এ কী জনম নিলাম আমি অধম এই ধরায়
মা তোর চরণে সঁপিয়া দিতে পারিনি আমায় !
মানব জনম বৃথা হলো – বৃথা হলোরে
না সেবিতে মা তোরে !
মানব জনম বৃথা হলো – বৃথা হলোরে
না সেবিতে মা তোরে !!
চরণে তোর না দিলে মা ঠাঁই
বলরে মা আমি কোন জগতে যাই ;
এমন কোথায় আছে সে কোন দেবী
মা বলে যার দু’টি চরণ সেবী !
মা রে আমার মা
এ অধমেরে মা না করলে ক্ষমা
এ জগতে মুক্তি পাব না মা
মা রে আমার মা !
নরক ছাড়া হবে না গতি
না যদি হয় মা তোর সুমতি
এ অধমেরে মা না করলে ক্ষমা
মা রে আমার মা !!