ভাগাড়ে পড়ে ছিলাম দিনকয়েক হিম শীতের ভেতর
মাছির চোখ ঘুরায়ে এদিক সেদিক দেখলাম
কিছু চেনা, কিছু অচেনা পথচারি যেতেছে চলে
একবার চোখ ফেলে আমার পানে নিজ গন্তব্যে;
একটু শান্তি তবু হৃদয় অনুভব করে!
তারপরও মাছির চোখ খুঁজে ফিরে যেন কাহারে
খুব বেশি প্রত্যাশিত জনের ছায়া পড়ে না ধরা
ক্ষীণ গ্রীবা মাছি চোখে!
কী এতো ব্যস্ততা তাহার নাকি ভীষণ উপেক্ষা
জানি না তাহা
কাতর প্রাণে কেবল অনুভূত হয় এতোটুকু ব্যথা!
এটা কী তাহার আত্ম নিমগ্নতা নাকি আত্মম্ভরিতা...