কী এতো অভিমান ছিল তার
অভিশপ্ত জন্মাভিমান?
পৃথিবীর মাটি লাগেনি কী ভালো!
অকৃতদার নির্বান্ধব জীবনই কী ছিল কাম্য?
একাকিত্বের যন্ত্রণাক্লিষ্ট একটা মানুষ
এই বিশাল পৃথিবী, এই জনবহুল শহর
কিছুই লাগেনি ভালো তার কাছে
মাদকই ছিল তার একমাত্র পরমাত্মীয়।
আত্মনিমগ্ন মাদকাসক্ত ভাইয়ের
কাছ থেকে দূরে সরে যায় একমাত্র
ছোট বোন রক্তের বন্ধন ছিন্ন করে।
প্রেতপুরীর মতন দ্বিতল বাড়ীর
নির্জন কক্ষে খুঁজে পাওয়া যায়
দীর্ঘ ছয় মাস পরে
বিছানায় পড়ে আছে অভিমানী
মানব কঙ্কাল!


বিঃ দ্রঃ ১৮/১০/২০১৭ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ- ঢাকা শহরের চাঁনখাঁরপুল এলাকার,ষাটূর্ধ্ব অকৃতদার পুরুষের নিজ দ্বিতল ভবনের নির্জন কক্ষ থেকে তার কঙ্কাল উদ্ধার। দীর্ঘ ছয় মাস পরে ছোট বোন ভাইয়ের খোঁজ নিতে এসে দেখে দরজা বন্ধ অনেক ডাকাডাকির পরে পুলিশে খবর দেয়া হয় এবং পুলিশ এসে বিছানায় পড়ে থাকা কঙ্কাল উদ্ধার করে।
এই প্রতিবেদন হচ্ছে কবিতার মূল প্রতিপাদ্য। গত কাল ১৯/১০/১৭ তারিখে প্রকাশিত কবিতা "আমি এখন ঘুমাবো" এরই অনুসঙ্গ।