তবুও মানব জনম সার্থক !
জ্ঞানের ব্যাপ্তিতে অসীম সাহসে
হিংসা বিদ্বেষ কাম ভোগ বিলাস
হিংস্রতায় শ্রেষ্ঠ পৃথিবীর অন্য সব
ইতর প্রাণীর চেয়ে তাই
স্রষ্টার সেরা সৃষ্টি মানবকুল !


নিয়ত নমিত মস্তক পরম
কৃতজ্ঞতায় মম হে কালজয়ী
মহাকাল পুরুষ তোমার কাছে
লভিয়া জনম ধরণীর কোলে !


আমরা মানবকুল সৃষ্টির সেরা তাই –
পৃথিবীতে স্থবিরতা বলে কিছু নাই
সব স্থুলতা ভেঙে ভেঙে করি
মহা শক্তির সঞ্চয় – মানুষের কল্যানের ,
মানুষের শান্তি , মানুষের মৃত্যুর জন্যে !


আমরা মানুষ সৃষ্টির সেরা জীব তাই –
খেচর হয়ে উড়ি আকাশ থেকে আকাশে ;
স্বর্গের উর্বশী সে ও এখন এসেছে নেমে
কিন্নরী হয়ে মানুষেরই মাঝে
মানুষের উষ্ণ রক্তে উন্মাদনার জন্যে !


আমরা মানুষ স্রষ্টার সেরা সৃষ্টি তাই –
মানুষের রক্তের লাল কনিকা দিয়ে
তৈরী করি উজ্জ্বল রক্তিম লাল চুনী ;
মানুষের রক্তের শ্বেত কনিকায় গড়ি
ধুলীর ধরায় শ্বেত পাথরের প্রাসাদ !


আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ট জীব তাই –
মানুষের নীল সবুজ চোখের জ্যোতি
দিয়ে তৈরী করি মায়াবী নীলা পাথর
শরীর-মন সবল সুস্থ রাখার জন্যে ,
ভাগ্যের সিঁড়ি বেয়ে উঁচুমার্গে ওঠার জন্যে !


মানব শ্রেষ্ট তাই মানুষের
প্রবল প্রতাবে শৌর্য বীর্যে বিমোহিত
ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতাকুল
নেমে এসেছে পঙ্কিল ধুলির ধরায় ;
মিশে গেছে মনুষ্য মাঝে মনুষ্যাকারে !


লভিয়া মানব জনম করিয়াছি কী যে ভুল ;
তবুও মানব জনম সার্থক মনে হয় !