আসরের এক জন নিবন্ধিত সদস্য শহীদ উদ্দীন আহমেদ, যিনি ৪মে ১৯৬২ সালে বরিশাল জেলায় জন্মগ্রহন করেন। উনার প্রোফাইলে দেখা গেল- জন্ম স্থানঃ বরিশাল, পাকিস্থান; বর্তমান নিবাসঃ ঢাকা, বাঙলাদেশ;
পেশাঃ চাকুরী; শিক্ষাগত যোগ্যতাঃ এম এস এস।
বিষয়টা আমার কাছে পিরাদায়ক বিধায় মন্তব্যের ঘরে উনার কাছে কিছু প্রশ্ন রেখে ছিলাম যার উত্তর আমার কাছে সন্তোষজনক নয় বিধায় আলোচনার পাতায় এর অবতারনা।
জনাব শহীদ উদ্দীন আহমেদ সাহেবের কাছে প্রশ্ন আপনার কোনো সনদপত্রে উল্লেখ আছে যে জন্ম স্থান : বরিশাল, পাকিস্থান?
যিনি ১৯৬২ সালে জন্মগ্রহন করেছেন তার কোনো শিক্ষা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টে জন্ম স্থানঃ বরিশাল, পাকিস্থান হতে পারেনা সময়ের হিসাবে।
আপনার প্রোফাইল তথ্য বলে আপনি একজন পাকিস্থানি নাগরিক।
আপনি বলেছেন ১৯৭১ সালের ২৫মার্চের পূর্বে যারা জন্মগ্রহন করেছেন তারা পাকিস্তানি। মুক্তিযুদ্ধ ও বাঙলাদেশকে সম্মান করেন, বেশ ভাল।
বাঙলার ইতিহাস জানুন। স্বীকার করে নিন আপনার দেয়া তথ্য ভুল অথবা আপনি একজন পাকিস্থানি নাগরিক।