নির্জন দ্বীপে একাকী
পায়ের ছাপ রাখি ভিজে বালুর বুকে
ক্লান্ত পদচারণায় ডাহুকের মত
রাতের আঁধার ঘন ঘোর হলে !
বন্ধুরা সব চলে গেছে কোনো এক সময়
ডেকে ডেকে মোরে ফিরে যেতে লোকালয় !
ওপারে সরষে খেত হলুদ সম্ভার ,
এপারে একাকী আমি নিরাড়ম্বর !
কৃষান কৃষানী লাঙ্গল কাস্তে
সোনালী ফসল বিপুল সমৃদ্ধি ;
সকাল দুপুর সাঁঝ ভরপুর
রঙ্গময় কোলাহলে !
কটিতে আঁচল বেঁধে
জলোঘটি ভরে বধু
নিত্য সোনালী ভোরে
থরে থরে ভেঙ্গেপড়া
নদীটির তীরে
এবং মন্থরে কাঁপে জলচ্ছবি
কালের প্রবাহে অক্ষত তরঙ্গ মেলায় ;
আজও ভাসে প্রতিচ্ছায়া তার
সোনালী দীপ্তিতে উজ্জ্বল মুখ
কত দূর দূর সীমানায় !