নিশ্চুপে আমরা আমাদের করে যাই ক্ষয়
শেফালীর মত সুবাস ছড়ায়ে বিভাবরী
ভোরের শিশির মেখে ধুলায় লুটায়
আমরা বুঝিনা তাহা কিংবা বুঝিতে চাহিনা !
অবোধ শিশুর মত কুড়ায়ে কুড়ায়ে ঝরা ফুল
বসে সারা বেলা গাঁথি বাসী মালা
যাচেনা সে মালা ধরণীর কোনো বালা
শুন্য হাতে চুপ চাপ ফিরি গোধূলি বেলা !
সময়ের সীমান্তে এসে দেখি
করে গেছি আমাদের ক্ষয়
তবুও বাসনা নাহি ফুরায়
কুড়ায়ে বাসী ফুল গাঁথি মালা
অন্ধ পূজারীর মত রাখি বেদীমূলে
কানা মাছি ভো ভো এইতো জীবন !