জন্মাবধি শুনে আসছি ওখানে যেওনা
নষ্ট হয়ে যাবে, শুদ্ধ জীবনযাপন কর ।
শুদ্ধাচারী জীবনযাপন করতে করতে
এখন আমি ভীষণ ক্লান্ত ।


খাপখোলা তরবারি হাতে এক পা এগুতে
অরু এসে একটা হাত চেপে ধরে বলল
এ কি করছিস ? কহিলাম চলে যাচ্ছি ।
ও শুধালো কেনো ? –
তোদের এই আধুনিক সভ্যতার জাঁতাকলে
চিঁড়ে চ্যাপটা কিংবা পেট্রল বোমার
আগুনে ঝলসে মরার আগেই চলেযেতে চাই ।
অরু কহিল কোথায় ?
অনন্ত অন্ধকারে গহীন অরণ্যে
কোনও আদিম গুহার সন্ধানে ।
হাত ছেড়েদে অরু, আমি কোনো
শাহজাদা নই আমি হারামজাদা !
অরু দৃঢ় কণ্ঠে কহিল সে হয় না,
তোকে আমি যেতে দেব না !


বেশ তো তাহলে
ঈভের মতন একটা নিষিদ্ধ ফল এনে দে
শয়তানের কাছ থেকে; বুনো ষাঁড়ের মতন
লড়াই করে বেঁচে থাকব এখানে ।


শয়তান হেসে বলল –
নিষিদ্ধ ফল একটাই ছিল ।