মরা নদীর মতন কেবল কিছু দুঃস্বপ্ন নিয়ে
বেচেঁ থাকতে হয় ! যখন জানালার ফাঁকগলে
রোদ এসে চলে যায় চুপে
ক্ষীণকায় চাঁদ এসে বলে যায়
আঁধার প্রাচীর ভেঙে যেতে হবে চলে !


পুরোনো নিয়ম ভেঙ্গে
কত দূর যাওয়া যায় ?


যাহারা গিয়েছে চলে
ঘোড়ার ক্ষুরের আওয়াজ তুলে
তাহাদের কথা ভুলে যাওয়া যাক ।
যাহারা বর্শা হাতে রয়েছে দাঁড়ায়ে
ঈগলের চোখের মতন চোখ নিয়ে
আগল আঁকড়ে । হে নবীন ,
এ বুরুজ ভাঙ্গতে হবে অসীম তেজে !
অভিযাত্রীর মতন দৃঢ় প্রত্যয় নিয়ে
ছুটতে হবে নতুন কোনোও আলোর সন্ধানে !


দূর অতীতের ইতিহাস
পুড়ে হয়ে যাক ছারখার ;
নতুন ইতিহাস সৃষ্টির ভার
রয়েছে কেবল নবীনের’পর ।