তবুও অপার শান্তি মৃন্ময়ী তোমার কোলে !


চাঁদের আকাশ ঢালে পেয়ালা পেয়ালা ভরে
মৃত্যুঞ্জয়ীসুধা অমিত অপরিমেয় ;
হরিণ –হরিণীর উৎফুল্লতায় থেমেযায়
ব্যাঘ্রের হিংস্র কামনা , কী মহা বিস্ময় !
ঘুম ভেঙে ঘাসফড়িং নেচে উঠে সরু সরু ঠ্যাঙে
পেঁচাদের ভয় থাকেনাকো আর উহাদের মনে !


কোথায় যন্ত্রণা এতো !


মায়ের স্তনের শুষ্ক বোঁটাছেড়ে
চাঁদের আকাশ টুকরো টুকরো করে
জঠর জ্বালায় কেঁদে ওঠে
কেবল মানব শিশু !
আহা মানব শিশু !
তবুও অপার শান্তি মৃন্ময়ী তোমার কোলে !