ওরে গৌরী তোরে দেখলাম না-রে
চক্ষু মেলিয়া-রে গৌরী, চক্ষু মেলিয়া;
সারা জনম দেখলাম তোরে
চক্ষু মুদিয়া-রে গৌরী, চক্ষু মুদিয়া!
গৌরী-রে তুই থাকিস কোথায়
তাইতো জানলাম না-রে গৌরী, তাইতো জানলাম না!
গৌরী তোরে ছুঁয়ে দেখার
সময় পেলাম না-রে গৌরী, সময় পেলাম না!
তোর কপোলের কালো তিলটি,
নরম পেলব লাল ঠোঁটটি,
কাজল কালো চোখ দুইটি
ছুঁয়ে দেখার নেশায় ছিলাম;
সময় হ’লো না- রে গৌরী, সময় হ’লো না!
নিবিড় রাইতে আঁধারেতে
হুতুম পেঁচা উঠলে কেঁদে
গৌরী-রে তুই পড়িস ঝরে
চাঁদের শরীর বেয়ে বেয়ে
শিশির ভেজা ঘাসের’পরে
আমি সেথায় রইব শুয়ে
দুই চোখ মেলিয়া-রে গৌরী, দুই চোখ মেলিয়া!