এতো মানুষের জটলার ভিড়ে
কে কাহারে মনে রাখে,
কেহ কেহ মাথা উঁচু করে দাঁড়ায়ে থাকে;
অমরত্ব পেয়েছেন যাঁরা
তাঁহাদের কয়জন আছেন সর্বজনে ?
আমরা খুঁজে নিতে পারিনা
আমাদের অজ্ঞতা আমাদের অক্ষমতা
কিংবা আমাদের মানসিক দৈন্যতায়
অনেকেই রয়ে যায় অজানা অচেনা
তবুও মাঝে মাঝে কেহ কেহ দাঁড়ায়
জটলার ভিড়ে কিংবা ইতিহাসের পাতা ছিঁড়ে
উজ্জ্বল মশাল হাতে লয়ে ।


একদিন যে নারীর ঠোঁটে চুমু
খেয়েছিলাম সে এখন নেই
স্মৃতির পাতায় তার মুখ ভাসেনা
অন্য কোনো নারীর ছায়া এসে দাঁড়ায়
নতুন করে নতুন কোনো স্বপ্ন নিয়ে
কূহেলিকার মতন !


আমাদের সময়জ্ঞান লোপ পায়
নতুন কোনো কিছুর আশায় ?


খ্যাপার মতন মাটি খুঁড়ি
সত্যের সন্ধানে
আবার সত্যকে মাটিচাপা দেই
নিজেদের স্বার্থে ;


কোনো রূপসীর বুকে মাথা রেখে
কিছুটা সময় কাটাই
তারপর চলেযাই
অন্য কোনো রূপসীর সন্ধানে ;


আমরা প্রতারনা করি আমাদেরই সাথে
কিংবা এর অনুজীব আমাদের রক্তে
খেলা করে নিশ্চুপে আদিকাল থেকে
প্রাগইতিহাস কেবল বলে দিতে পারে !