আমরা আবার ফিরে যাচ্ছি
আদিম বন্যতার দিকে
সভ্যতার আলক্ষেল্লা পরে !
আমরা মানুষ কতটা মানুষ ?
চারিদিকে শুনি আজ
কদাকার কুৎসিত বাণী
দেখি বীভৎস দৃশ্য ;
প্রেম ভালোবাসা মমতার রূপ
বদলে গেছে,
বদলে গেছে মানবিক চেতনা বোধ !
প্রণয় মমতা সামাজিক মানবিকতা
চরম অবক্ষয়িত; ভয়ংকর রূপ নিয়েছে –
ছাত্র শিক্ষককে চড় মারে
গুপ্ত ঘাতক মানুষকে হত্যা করে
শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে
যুবক – প্রবীণ শিশুকে ধর্ষণ করে
মা হত্যা করে সন্তানকে
পিতা হত্যা করে সন্তানকে
স্বামী হত্যা করে স্ত্রীকে
স্ত্রী হত্যা করে স্বামীকে
সন্তান হত্যা করে পিতা মাতাকে;
মানব শিশুকে বীভৎস ভাবে
হত্যা করে উল্লাস করে মানুষ !
চলন্ত গাড়ীতে ধর্ষীতা হয় নারী ।
প্রেমিক প্রেমিকাকে বিক্রয় করে
বেশ্যালয় ;
প্রণয়ে প্রত্যাখ্যাত হয়ে
প্রেমিক ছুড়ে মারে এসিড
প্রেমিকার মুখে কিংবা গণধর্ষণ করে,
প্রেমিকা ব্যর্থ হয়ে ঝুলে ফাঁসে ।


পিতা সাবালিকা কন্যাকে হত্যা করে
নিজের কিংবা জাত গুষ্ঠির সম্মান রক্ষার্তে
কী ভয়ংকর !


মানব সভ্যতার এতটা অবক্ষয়
সারা বিশ্বময় –
জাতী গুষ্ঠি ধর্ম রাস্ট্রক্ষমতা
নিয়ে বরবর উন্মত্ততা ছড়িয়ে পড়েছে
মানুষের মাঝে ।


মানুষকে মানুষ ভাবতে ভীষণ কষ্ট !
মানুষের স্রষ্টা কী ভাবেন জানিনা !!