রাতে যখন গভীর ঘুমে বিভোর আমি
মধ্য গগনে একটি তারা জেগে উঠে
বলেন – পাগল ছেলে; এমন অঘোরে
ঘুমালে মাকে দেখবি কেমন করে !
আমার চোখের পাতা খোলেনা,
ঘুমের ঘোরেই বলি –
তুমি যখন পশ্চিম দিগন্তে
মাটির কাছে আসবে নেমে
আমি এক দৌড়ে ছুটে গিয়ে
ঝাপিয়ে পড়ব তোমার বুকে ।
মা বলেন পাগল ছেলে !
ভোরের আলো ফোটার আগে
আমি এক ছুটে দৌড়ে যাই মাঠের পর মাঠ
তাকাই আকাশ পানে;
আকাশে নেই কোনোও তারা !
কেবল আকাশের পানে
তাকিয়ে থাকি অনিমেষে
মুখ থেকে বিড়বিড় করে শব্দ বেড় হয় –
Twinkle twinkle a little star
In the sky that’s my mother
I shall can’t see you forever
For you have a few drops of tear !!!
আকাশে ঐ ঝিকিমিকি ছোট্ট তারা
সে যে আমার মা সে যে আমার মা
কভু তারে আমি আর দেখতে পাবনা
তোমার জন্য থাকল মাগো কয়েক ফোঁটা চোখের জল !!!


(উৎসর্গ : পবিত্র ঈদে আমার প্রায়ত মাকে ! )