আমি আবার আগের মত ছবি আঁকতে চাই !
লাল পেড়ে শাড়ী জড়ায়ে সিঁথিতে সিঁদুর পরায়ে
বউ সাজাতে চাই !
আলতারাঙা কপোলে কালো তিল এঁকে
আরো অপরূপা করে তুলতে চাই !
বৈজয়ন্তী মালা পরায়ে গলায়ে
দেহবল্লরী সুশোভিত করতে চাই !
আমি আবার আগের মত ছবি আঁকতে চাই !


মেঘলা রোদের গায়ে রঙধনু রঙ এঁকে
তোমাকে চুমোয় চুমোয় ভরিয়ে দিতে চাই;
রিমঝিম বৃষ্টির ছোঁয়ায়
তোমার শরীরে শিহরণ জাগাতে চাই !
নদীর জলে বান ডেকে দুকূল ভেঙ্গে
সাগর সঙ্গমে মিলিয়ে দিতে চাই !
আমি আবার আগের মত ছবি আঁকতে চাই !

ছাই রঙা মেঘের গায়ে
ডানামেলা পরীর মতন
মনের সবটুকু মাধুরীমা মিশিয়ে
তোমার ছবি আঁকতে চাই !
আমি আবার আগের মত ছবি আঁকতে চাই !!