প্রতিদিন আমি খুঁজি তোমায়
কোন রঙিন ছবির পাতায় নয়
সাদা কালো ছবির পাতায়;
সাগরের কিনারে দাঁড়ায়ে
দেখি একটা সাগরপায়রা
যেতেছে উড়ে ঢেউয়ের মাথা ছুঁয়ে ।


একটা বালুর কনা হাতে তুলে
চেয়ে থাকি অনিমেখে
নিজেকে হারায়ে ফেলি
খুঁজিনা আর তোমায় আমায় ।
ঢেউয়ে ঢেউয়ে ভেঙ্গেঁ পড়া
ফেনার মতন মানুষের সাধ
ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়
আমরা কতটুকুন বিশাল সাগর এর
তুলুনায় !
আমাদের প্রয়োজন ফুরায় ? ফুরায় না কী !
একটি নক্ষত্র জেগে থাকে রাতের আকাশে;
শত শত আলোক বর্ষ পার করে দিয়ে
আরেকটি নক্ষত্রের আসার অপেক্ষা
ছেড়েদিয়ে উত্তর পুরুষের কাছে
বেলা শেষে নীড়ে ফেরা পাখির মতন
আমাকেও ফিরে যেতে হয় !