ধূসর বেবুনের দেশে গিয়েছি একবার
শকুন ডানা মেলে ;
কোন মায়াবলে এসেছি ফিরে
নিশাফুল হয়ে
নিষিদ্ধ নগরীর দেয়ালের’পরে ।
স্থির সূর্যের দিকে চেয়ে
স্বর্গের ঠিকানা ভুলে
কাহারা যেতেছে চলে ধীরে
যমালয়ের দিকে
আমিও তাহাদেরি দলে !


মালাবার দ্বীপ ছিলো ভালো
মালয় নগরীর চেয়ে
তার চেয়ে ঢের ভালো ছিল দক্ষিণ মেরু ,
তোমাদের দেশে এসে
করেছি যে বড় ভুল
বুঝিলাম শেষে ;
এখানে স্বর্গ নরক
কাহারে বলে কেহ জানেনা !