যে বালিকা একদিন নতমুখে এসে
পায়ের ছাপ ফেলে গিয়েছে চলে
তার মুখখানা ভালো করে হয়নি দেখা
কোনোদিন দীপ জ্বেলে
আজও সে বার বার ছায়া হয়ে আসে
কেবলই ছায়া হয়ে থাকে পাশে
দীপঘড়া আজও পরেনি খসে হাত থেকে
সেকি অন্য কোনো বসন্ত বলে !


ঢেরকাল আগের কাহিনী কথন
পুঁথির মতন অদ্ভুত আচরণ ,
এমনতো মধুময় কোনো স্মৃতি নেই
সময়ের ব্যবধানে জাগিয়া উঠিতে পারে
কোনোও নির্জন মুহূর্তে ;
তবুও সে ছায়া হয়ে আসে
কাসার ঘন্টির মত বাজে
হৃদয়ের মাঝে, স্নায়ু খেপে ওঠে
ঘোড়ার ক্ষুরের আওয়াজ তুলে
ছুটে যেতে চায় কুড়ি কুড়ি বছর আগে
ফেলে আসা সময়ের কাছে !
কেহ যেতে পারেনা এটা জ্ঞানের কথা ,
একথা বুঝিতে চাহেনা কেনো হৃদয়
সে কি অন্য কোনোও বসন্ত বলে !