এমন পৃথিবী ! এই পৃথিবীতে
কার বাঁচিতে ইচ্ছে করে !
পৃথিবী সুন্দর আনন্দময় বেশ চমৎকার !
মাঝে মাঝে এই পৃথিবীর সব কিছু
ভয়াবহ কুৎসিত এবং ভয়ঙ্কর হয়ে পরে ;
চারিদিকে কেবলই ভয়াল আঁধার
এবং বিশাল শুন্যতা ঘিরে ধরে
এই পৃথিবীতে কার বাঁচিতে ইচ্ছে করে !


কেবলি কী মৃত্যুর জন্য জন্ম ?
বাঁচিয়া থাকার জন্য  এইযে এত শত আয়োজন
সবই কী মিথ্যে ?


বেঁচে থাকা মানেইতো সুবাস ছড়ানো !
বেঁচে থাকা মানেইতো ফুলের সুবাস ছড়ানো ! !
তুমিতো একটি বারও তোমার মমতার হাত
বুলালেনা শরীরে আমার
কেমন করে পাপড়ি মেলে
সুবাস ছড়াবে তার ?


বেঁচে থাকা মানেইতো সুবাস ছড়ানো !
বেঁচে থাকা মানেইতো ফুলের সুবাস ছড়ানো !!
তোমার ভালোবাসার ঊষ্ণ উজ্জ্বলতায়
পৃথিবীর কুৎসিত ভয়াবহ অন্ধকার
দূর হয়ে গেলে
আমি সুবাস ছড়াতে পারি
শত ফুলে ফুলে !
বেঁচে থাকা মানেইতো ফুলের সুবাস ছড়ানো !!!