হে মৃত্যুহীন চেতনা , একদিন মৃত্যুরে করিবে আলিঙ্গন !
সব গতিশীলতা থেমে হয়ে যাবে একদিন স্থবির ,
পৃথিবীর সব রূপ রস আনন্দ বেদনা উষ্ণ উতরোল
থেমে যাবে হয়ে যাবে হিমশীতল মৃত্যুর আলিঙ্গনে !
আলোর সহোদরা অন্ধকারের মত মৃত্যু আছে পৃথিবীতে ;
ভোরের শিশিরের মতন চুপিসারি একদিন হিম মৃত্যু
আসিয়া ছিনায়ে নিবে নিষ্ঠুর হাতে ঈগলের মত
তোমাকে আমাকে প্রিয়সীর মমতার বুক থেকে , মায়ের কোল থেকে !
ঢের বেশী মমতায় হয়তো কাহারো চোখ বেয়ে ঝরিবে অশ্রু
হয়তোবা বোবা কান্নায় ভাঙিবে কাহারো বুক তবুও মৃত্যু আসিবে
ছিনায়ে নিবে স্বজনের বুক থেকে তোমাকে আমাকে !


ফুটিবে শজনে ফুল , মাছরাঙা বসের’বে বাঁশের ডগায় ,
সরপুঁটি করিবে আসা যাওয়া পুকুরের জলের ভিতর ;
উহাদের শরীরের গন্ধ ভেসে বেড়াবে বাতাসে বাতাসে ,
ভাদ্রের আকাশ জুড়ে খেলিবে তারারা সারারাত ধরে
নীরব উচ্ছ্বাসে, মোমের আলো ঝরিবে আকশের বুক থেকে
পৃথিবীর মাটিতে , রাতের আঁধারে শেওড়ার বন ঘিরিয়া
জোনাকি পোকারা একবার জ্বলিবে আর একবার নিভিবে ;
ভোরের মূর্খ উচ্ছ্বাসে কিশোরীর রাঙা পায় বাজিবে ঘুঙুর ,
কোনোও এক গাঁয়ের লাজরাঙা বধু ফিরিবে ঘরে জল ঘটি
লয়ে হাতে সদ্য স্নান শেষে ভিজে কাপড়ে ; - এই সব অমিত
সৌন্দর্য কিছুই বাঁধিয়া রাখিতে পারিবেনা তোমাকে আমাকে ,
একদিন ধরা দিতে হবে মৃত্যুর কাছে হিম মৃত্যুর কাছে ;
মৃত্যুর কোলে শুয়ে হিম শাদা চোখ বুজে দেখিব উহাদের !